Friday, May 31, 2024
Thursday, May 30, 2024
Wednesday, May 22, 2024
Monday, May 20, 2024
Sunday, May 19, 2024
তৃতীয় সেমিস্টারে কোন বিষয় নিয়ে পড়ব ?
সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ/ আদাব / নমস্কার
আজ থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা হবে।
৩য় সেমিস্টারে আমাদের বিষয় থাকবে ০৫ টি কিন্তু ২টি বাধ্যতামূলক -- মনোবিজ্ঞান এবং শিক্ষায় আইসিটি বাকি ৩ টি পছন্দ অনুযায়ী নেওয়া যায়। আমরা যারা বিএড (অনার্স) অধ্যয়নরত তারা অনেকেই ২য় বর্ষের ৩য় সেমিষ্টারের এরিয়া সাবজেক্ট চয়েজ নিয়ে কনফিউশান এ পড়ি ।
৩য় সেমিষ্টার সিলেবাস অনুযায়ী ৫টি এরিয়ায় বিভিন্ন সাবজেক্ট দেওয়া আছে।
সকল কলেজে সকল সাবজেক্ট না থাকায় সকল বিষয় নিয়ে আলোচনা করব না।
প্রথমে আসি এরিয়া -১ বাংলা ইংরেজি ➡️ HSC তে যদি আাপনি মানবিক নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে আপনি তিনটি এরিয়া থেকে যেকোন একটি এরিয়া সিলেক্ট করতে পারবেন।
এরিয়া-০১ , এরিয়া ০২ এবং এরিয়া -০৫ থেকে যেকোন একটি এরিয়া থেকে তিনটি বিষয় চয়েজ করতে পারবেন ।
যদি আপনার কলেজে সেই বিষয় অনুমোদন বা সেই বিষয়ের শিক্ষক থাকে। কিন্ত এরিয়া -০৩ এবং ০৪ থেকে মানবিকের শিক্ষারর্থীর জন্য নয়। কারণ এগুলো বিজ্ঞান এবং ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য --
বিজ্ঞান শাখার শিক্ষার্থীর জন্য সকল এরিয়ার বিষয় গুলো উন্মুক্ত কিন্তু পাচটি এরিয়া থেকে যেকোন একটি এরিয়া বাচাই করে, যেকোন তিনটি বিষয় নিতে হবে।
HSC তে যদি আাপনি ব্যবসায় শাখা নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য চারটি এরিয়া রয়েছে বাচাই করার জন্য । একটি এরিয়ায় আপনি যেতে পারবেন না । কারন এরিয়া 3 হলো বিজ্ঞান শাখার জন্য। । আপনি চারটি এরিয়া থেকে যেকোন একটি সিলেক্ট করে যেকোন তিনটি বিষয় নিবেন।
এরিয়া -01( বাংলা ইংরেজী ) এই বিষয় গুলো নিলে আপনাকে ৪টা সেমিস্টারে ১০০ নম্বর করে ৪০০ নম্বরের বাংলা ইংরেজী পড়তে হবে । যেহেতু মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বাংলা ইংরেজি শিক্ষক নিয়োগে উক্ত বিষয়ে অনার্স /মাস্টার্স অথবা সমমান কোর্সে 300 নম্বরের বাংলা/ ইরেজিতে অধ্যয়রত চাওয়া হয় । সেক্ষেত্রে আপনি মাধ্যমিক বিদ্যালয় গুলো বাংলা ইংরেজিতে শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
বিভিন্ন চাকরী পরীক্ষায় যেহেতু বাংলা ইংরেজি আসে সেহেতু এই বিষয় গুলো পড়া থাকলে আপনার সুবিধা হবে । ইংরেজি টা চর্চায় থাকবে। তাছাড়া বাকি সকল জব সেক্টরে সকল বিষয় সমান । শুধুমাত্র শিক্ষক নিয়োগে এই সুবিধাটা পাবেন ।
এরিয়া-02 (রাষ্টবিজ্ঞান অর্থনীতি ) আপনারা এই বিষয় এ ৪০০ নম্বর এই পড়বেন ৪ সেমিস্টারে ।
সুবিধা -
১. বিসিএস এর সিলেবাস টা অনেকটা শেষ হবে ।
2. ৮ম সেমিস্টারে সবার অর্থনীতির উপর একটি কোর্স থাকবে সেটা আপনাদের পড়তে সহজ হবে অন্যদের তুলনায়।
৩. মাধ্যমিক বিদ্যালয়ে আপনারা যেসকল বিষয়ে নিয়োাগ পাবেন
ক) জীবন জীবিকা
খ) সামাজিক বিজ্ঞান
গ) শিল্পকলা
এরিয়া-০৩ ( পদার্থ- গনিত- প্রাণীবিদ্যা- রসায়ন) আপনারা যারা সায়েন্স এর বিষয় নিবেন । তারা ও বাকি ৪টা সেমিস্টারে ১০০ নম্বর করে ৪০০ নম্বরের পদার্থ -গনিত-রসায়ন ইত্যাদি পড়তে হবে। সেই অনুযায়ী আপনার ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে উক্ত বিষয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন ।
যেহেতু পদার্থ গনিত নিয়ে পড়বেন সেহেতু চাকরি পরীক্ষা গুলোর গনিত আপনারা সহজে সলভ করতে পারবেন। আপনাদের জন্য চাকুরি পাওয়াটা অনেক টা সহজ হবে।